সিএসইতে লেনদেন ২৩.১৩ কোটি টাকা

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ৯ জুন, ২০২২ at ১১:১৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বুধবার লেনদেন হয়েছে ২৩.১৩ কোটি টাকা। ৮,৮৩৭ টি লেনদেনের মাধ্যমে মোট ৯৫.৪৯ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৬৫.১৫ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৯,০২৩.৯১ পয়েন্টে।

সিএসই-৫০ সূচক ৪.১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,৪০০.৩২ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স ৩.৩৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,১৯৮.৭৪ পয়েন্টে। সিএসইএসমেক্স ইনডেক্স ৮৬.৬৯ পয়েন্ট বেড়ে দাড়িঁয়েছে ১৬৯৯.২২।

গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৪৫৩,২৯৯.৩৭ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ১০১,৭২৬.২৫ কোটি টাকায়। সিএসইতে ৩৭৯ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ৩০০ টির, এর মধ্যে দাম বেড়েছে ১৫৯ টির, কমেছে ১১০ টির আর অপরিবর্তিত রয়েছে ৩১ টির। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাহরাইনের কাছে হারল বাংলাদেশ
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডের অগ্নিকাণ্ডে আহতদের পাশে স্বেচ্ছাসেবক লীগ