সিএসইতে লেনদেন ২২.৫৯ কোটি টাকা

আজাদী ডেস্ক  | বৃহস্পতিবার , ২ জুন, ২০২২ at ৪:২১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বুধবার মোট লেনদেন হয়েছে ২২.৫৯ কোটি টাকা। মোট ৮,৬৮৫টি লেনদেনের মাধ্যমে মোট ১.০৩ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৫৪.০৪ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৮,৮২১.৫৫ পয়েন্টে। সিএসই৫০ সূচক ৮.১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,৩৯৬.৮৭তে। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্স ১০.৮২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,১৯৭.০৩ পয়েন্টে। সিএসইএসমেক্স ইনডেক্স ৩.৩৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৯০.৩৮।

গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৪৪৯,০০৫.০৮ কোটি টাকা। পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ১০১,৫৮৪.৫৫ কোটি টাকায়। সিএসইতে ৩৭৮ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৯০টির। এর মধ্যে দাম বেড়েছে ২০৯টির, কমেছে ৫৩ টির আর অপরিবর্তিত রয়েছে ২৮টির।

পূর্ববর্তী নিবন্ধডায়াবেটিস বিষয়ে বাংলাদেশি বিজ্ঞানীদের যুগান্তকারী আবিষ্কার
পরবর্তী নিবন্ধপশ্চিম তীরে ফিলিস্তিনি নারীকে গুলি করে হত্যা