চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বুধবার মোট লেনদেন হয়েছে ২১.৪৯ কোটি টাকা। মোট ১০,৮৬৩টি লেনদেনের মাধ্যমে মোট ৯৫.০২ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৬৪.৪১ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৮,৪৮৩.১৫ পয়েন্টে।
সিএসই-৫০ সূচক ১৪.৪১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,৩৫৬.৩৪-তে। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের ৭.০৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,১৬২.৯১ পয়েন্টে। সিএসইএসমেক্স ইনডেক্স সূচক ২৬.৯৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২৭৮৬.২৩ পয়েন্ট।
গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৪৪৩,০৯১.৬৬ কোটি টাকা। পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ১০২,৪৩২.৪৫ কোটি টাকায়। সিএসইতে ৩৮২ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ৩০৫টির। এর মধ্যে দাম বেড়েছে ১৫০টির, কমেছে ৯৮ টির আর অপরিবর্তিত রয়েছে ৫৭টির।