সিএসইতে লেনদেন ১৮.৮৭ কোটি টাকা

আজাদী ডেস্ক | সোমবার , ৪ এপ্রিল, ২০২২ at ৬:৪৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল রোববার মোট লেনদেন হয়েছে ১৮.৮৭ কোটি টাকা। ৬,৬২৬ টি লেনদেনের মাধ্যমে মোট ৭২.৭৫ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৭৬.৪৫ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৯,৮২৫.২৮ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ৮.৫২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,৪৬৫.৩৬ তে। তাছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্স ৩.৮১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,২৪৯.২১ পয়েন্টে। সিএসইএসমেক্স ইনডেক্স ৩৮.২০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১১২৮.৩৩ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৪৬৯,৯৮২.২৩ টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ১,০০,৪০০.০৮ কোটি টাকায়। সিএসইতে ৩৭৬ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৭৯ টির, এর মধ্যে দাম বেড়েছে ১২৪ টির, কমেছে ১১৯ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৬ টির।

পূর্ববর্তী নিবন্ধঅটিজম শিশুর মান উন্নয়নে থেরাপির প্রয়োজনীয়তা
পরবর্তী নিবন্ধবিশ্বে করোনায় একদিনে আক্রান্ত ১০ লাখ