সিএসইতে লেনদেন ১৮.৪০ কোটি টাকা

আজাদী ডেস্ক | শুক্রবার , ৮ এপ্রিল, ২০২২ at ৪:৫৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এঙচেঞ্জে গতকাল বৃহস্পতিবার মোট লেনদেন হয়েছে ১৮.৪০ কোটি টাকা। মোট ৬৩৬৫ টি লেনদেনের মাধ্যমে মোট ৭২.০২ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেঙ সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৬৫.২৭ পয়েন্ট কমে দাঁড়ায় ১৯৫০১.৭৪ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ৩.৬৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,৪৪৭.৬৫ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেঙ ৫.৬৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,২৩৪.৩৫ পয়েন্টে।
সিএসইএসমেঙ ইনডেঙ ১০০.১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫৫৬.০২ পয়েন্ট। বৃহস্পতিবার দিনশেষে সিএসই’র বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৪৬৩,২৫৯.২৬ টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ১০০,৬৮৬.৬৬ কোটি টাকায়।
সিএসই’তে ৩৭৬ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৫৬ টির, এর মধ্যে দাম বেড়েছে ৫৬ টির, কমেছে ১৭০ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৯ টির। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমুশফিককে নিয়ে চিন্তিত নন মোমিনুল
পরবর্তী নিবন্ধকাউন্সিলের কাছে ক্ষমতা ছাড়লেন ইয়েমেনের প্রেসিডেন্ট