চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল রোববার মোট লেনদেন হয়েছে ১৭.৪৬ কোটি টাকা। ৬,৯০৬ টি লেনদেনের মাধ্যমে মোট ৯২.৬২ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১১৫.৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৭,৯২২.৮৫ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ১০.৫৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,৩১৪.৯৬ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সর ১০.৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,১৩১.৬১ পয়েন্টে। সিএসইএসমেক্স ইনডেক্স সূচক ২২.১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২৭৭৮.৮৭ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৪৩২,৪৫৫.৯২ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ১০২,৪৩২.৪৫ কোটি টাকায়। সিএসইতে ৩৮২ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৭৬ টির, এর মধ্যে দাম বেড়েছে ১১১ টির, কমেছে ১২৯ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৬ টির।