দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ২৬ জুলাই, ২০২২ at ৪:৪৯ পূর্বাহ্ণ

গলে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে বড় বিপর্যয় থেকে লড়াইয়ে ফিরেছিল পাকিস্তান। পরে তারা ইতিহাস গড়ে ম্যাচটি জিতেও নেয়। একই ভেন্যুতে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও ভীষণ চাপে পড়েছে পাকিস্তান ।
শ্রীলঙ্কার প্রথম ইনিংসে ৩৭৮ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে ৭ উইকেটে ১৯১ রান তুলেছে বাবর আজমের দল। এখনও তারা পিছিয়ে ১৮৭ রানের বড় ব্যবধানে। হাতে মাত্র ৩ উইকেট। পাকিস্তানের জন্য সবচাইতে দুঃসংবাদ ছিল দিনের একদম শেষ বলে ইনিংসের সেরা পারফরমারকে হারানো। ১১৯ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা পাকিস্তানকে অনেকটা পথ টেনে নিয়েছিলেন আঘা সালমান। দিনের শেষ বলে প্রভাত জয়সুরিয়া ফিরিয়ে দিয়েছেন এই হাফ সেঞ্চুরিয়ানকে। ১২৬ বলে ৪ বাউন্ডারি আর ১ ছক্কায় ৬২ রান আসে আঘার ব্যাট থেকে। ইমাম উল হক করেন ৩২। বাকিরা কেউ ত্রিশের ঘরও স্পর্শ করতে পারেননি।
আগের ম্যাচে জয়ের নায়ক আবদুল্লাহ শফিক ফিরেছেন শূন্য রানে। অধিনায়ক বাবর আজম করেন ১৬ রান। মোহাম্মদ রিজওয়ান আর ফাওয়াদ আলম আউট হন সমান ২৪ রান করে। লংকান বোলারদের মধ্যে ৩টি উইকেট শিকার রমেশ মেন্ডিসের। দুটি উইকেট নিয়েছেন প্রভাত জয়সুরিয়া।

পূর্ববর্তী নিবন্ধমিয়ানমারে ৪ গণতন্ত্রপন্থি আন্দোলনকারীর মৃত্যুদণ্ড কার্যকর
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৭.৪৬ কোটি টাকা