চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছে ১৫.৪৩ কোটি টাকা। ৫,৫১২ টি লেনদেনের মাধ্যমে মোট ৭১.১৪ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৬.২৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮,৭৬৮.৩৯ পয়েন্টে। সিএসই–৫০ মূল্যসূচক ১.৯০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,৩১৮.৪৩ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ১.১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,১৮৩.৯৩ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক ২৪.৭৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২,৩৭২.০৪ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৭৫১,৪৭০.৯৮ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৪০৮,৩২৩.৫৮ কোটি টাকায়। সিএসইতে ৬২৭ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২১৩ টির, এর মধ্যে দাম বেড়েছে ৫৮ টির, কমেছে ৭১ টির আর অপরিবর্তিত রয়েছে ৮৪ টির।