চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল মঙ্গলবার মোট লেনদেন হয়েছে ১১.৭০ কোটি টাকা। ৬,২১৫ টি লেনদেনের মাধ্যমে মোট ৫৯.০৮ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেঙ সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ২১৪.১২ পয়েন্ট কমে দাঁড়ায় ১৮,০৬৬.৮১ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ১৫.১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,৩২৩.৯১ তে।
এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সর ১৪.৭৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,১৪০.৬১ পয়েন্টে। সিএসইএসমেক্স ইনডেক্স সূচক ৩.৯৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২৮৪৫.২৬ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৪৩৬,৫৫৪.৬৩ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ১০২,৪৩২.৪৫ কোটি টাকায়।
সিএসইতে ৩৮২ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৮৬ টির, এর মধ্যে দাম বেড়েছে ১৯ টির, কমেছে ২৪৬ টির আর অপরিবর্তিত রয়েছে ২১টির। প্রেস বিজ্ঞপ্তি।