সিএমপি পোর্ট জোন উপ-কমিশনারের সঙ্গে জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময়

| বৃহস্পতিবার , ১৪ আগস্ট, ২০২৫ at ১২:০৬ অপরাহ্ণ

চট্টগ্রামের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সিএমপির উপকমিশনার (পোর্ট ) আমিরুল ইসলামের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর নেতৃবৃন্দ।

গতকাল বুধবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নগরীর পোর্ট জোন কার্যালয়ে গিয়ে উপকমিশনারের সঙ্গে এ মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক, সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও চট্টগ্রাম১০ আসনে দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী; বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান; সাবেক কাউন্সিলর ও চট্টগ্রাম১১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী শফিউল আলম; চট্টগ্রাম বন্দর ইসলামী শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইয়াছিন। মতবিনিময়কালে জামায়াত নেতৃবৃন্দ বলেন, সামাজিক সমপ্রীতি বজায় রাখা, উসকানিমূলক কর্মকাণ্ড এড়িয়ে চলা এবং গণতান্ত্রিক পরিবেশ ধরে রাখার জন্য দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসমঝোতা স্মারক স্বাক্ষরের জন্য ইডিইউ ভিসির অস্ট্রেলিয়া সফর
পরবর্তী নিবন্ধসিডব্লিউসিসিআইয়ের ইনকিউব্যাটিং এন্টারপ্রেনার ওরিয়েন্টেশন প্রোগ্রাম