আঞ্জুমান মুফিদুল ইসলাম আনোয়ারা জাকারিয়া এতিমখানার যাবতীয় হিসাব আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রামের সভাপতি ও সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরের কাছে এতিমখানা কমিটির সেক্রেটারী হরমুজ শাহ বেলাল গতকাল সোমবার হস্তান্তর করেন।
পূর্বে হালিশহর স্থানীয় কমিটি দ্বারা এতিমখানা পরিচালিত হত। এখন থেকে আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রাম শাখা অফিস সরাসরি পরিচালিত হবে। সভাপতি হরমুজ শাহ বেলালকে ধন্যবাদ জ্ঞাপন করেন, আঞ্জুমানের হাসপাতাল ও ভবন র্নিমাণে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
এছাড়াও সভাপতি বিভিন্ন সাব কমিটি অনুমোদন করেন, আঞ্জুমান মুফিদুল ইসলাম হাসপাতাল ও বহুতল ভবন নিয়ে আলোচনা করা হয়। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর) ও আঞ্জুমান মুফিদুল ইসলাম নির্বাহী সদস্য মো. আমির জাফর, সাধারণ সম্পাদক নজমুল হক চৌধুরী, কোষাধ্যক্ষ মোরশেদুল আলম কাদেরী।