সিএমপির সাত অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে বদলি

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১০ আগস্ট, ২০২৩ at ৪:৫২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাতজন অতিরিক্ত উপপুলিশ কমিশনারকে (এডিসি) রদবদল করা হয়েছে। গতকাল বুধবার (৯ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার কৃষ্ণ পদ রায় স্বাক্ষরিত এক আদেশে এই রদবদল করা হয়েছে।

সিএমপির অতিরিক্ত উপ কমিশনার (অপারেশনস) পংকজ দত্তকে অতিরিক্ত উপ কমিশনার (উত্তর) পদে বদলি করা হয়েছে। অতিরিক্ত উপ কমিশনার (সদর) আশরাফুল করিমকে অতিরিক্ত উপ কমিশনার (পশ্চিম) পদে বদলি করা হয়েছে। অতিরিক্ত উপ কমিশনার (ট্রাফিকউত্তর) কাজী হুমায়ুন রশীদকে অতিরিক্ত উপ কমিশনার (এমটি) পদে বদলি করা হয়েছে। অতিরিক্ত উপ কমিশনার (উত্তর) আরাফাতুল ইসলামকে অতিরিক্ত উপ কমিশনার (অপারেশন্স) পদে বদলি করা হয়েছে। অতিরিক্ত উপ কমিশনার (এমটি) কীর্তিমান চাকমাকে অতিরিক্ত উপ কমিশনার (ট্রাফিকউত্তর) পদে বদলি করা হয়েছে। অতিরিক্ত উপ কমিশনার (পশ্চিম) শেখ সাব্বির হোসেনকে অতিরিক্ত উপ কমিশনার (ডিবিউত্তর) পদে বদলি করা হয়েছে। অতিরিক্ত উপ কমিশনার (পিআর) স্পিনা রানী প্রামাণিককে অতিরিক্ত উপপুলিশ কমিশনার (সদর) পদে বদলি করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসংস্কার হলেও রাখা হয়নি ড্রেনেজ ব্যবস্থা, জলকাদায় ভোগান্তি
পরবর্তী নিবন্ধপ্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইন নিয়ে সম্পাদক পরিষদের বিবৃতি