চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এপ্রিল/২০২২ এর মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। গতকাল সকাল সাড়ে ১০ টায় দামপাড়া পুলিশ লাইন্সস্থ মাল্টিপারপাস সেডে সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর, পিপিএম। কল্যাণ সভায় পুলিশ সদস্যদের উত্থাপিত সমস্যা সমূহের সমাধানকল্পে গৃহীত পদক্ষেপ সম্পর্কে অবগত করেন উপ পুলিশ কমিশনার (ওয়েলফেয়ার এন্ড ফোর্স) মো. হানিফ।
সভায় উপস্থিত বক্তব্যে সিএমপি কমিশনার পুলিশ সদস্যদের দায়িত্বশীলতা, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন। এ সময় তিনি বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের সমস্যার কথা শুনেন এবং তাৎক্ষণিক সমাধানের নির্দেশনা প্রদান করেন। মার্চে যথাযথভাবে দায়িত্ব পালন, অস্ত্র ও মাদক উদ্ধার, গাড়ি উদ্ধার, জাল টাকা উদ্ধার ও ভাল কাজের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন স্তরের ২৬ জন পুলিশ সদস্যকে নগদ অর্থ পুরস্কার ও সম্মাননা সনদ প্রদান করা হয়। সভায় দীর্ঘ কর্মময় জীবনের শেষ পর্যায়ে থাকা সিএমপিতে কর্মরত পুলিশ সদস্য, যারা কর্মজীবনে শেষ বারের মত ঈদ উদযাপন করবেন এবং আগামী বছর পিআরএল এ গমন করবেন, এমন ২১ জন পুলিশ সদস্যকে ঈদের শুভেচ্ছা উপহার তুলে দেন সিএমপি কমিশনার। এছাড়াও সভায় পিআরএলে গমনকারী টিএসআই মো. ইউনুছকে বিদায় জানান কমিশনার। এ সময় আবেদনের প্রেক্ষিতে সিএমপির সেবা তহবিল থেকে ৪৯ জন পুলিশ সদস্যকে, বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট ও বাংলাদেশ পুলিশ কল্যাণ তহবিল থেকে ১২ জন পুলিশ সদস্যকে নগদ আর্থিক সাহায্য প্রদান করা হয়।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. শামসুল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) সানা শামীনুর রহমান, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আমির জাফর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।