চট্টগ্রাম মহানগরী পুলিশের মাসিক অপরাধ সভা গতকাল সোমবার দামপাড়াস্থ পুলিশ লাইন্সের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়ের সভাপতিত্বে অপরাধ সভায় নগরীর আইন শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় সিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ, অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ, অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) আ স ম মাহতাব উদ্দিন, উপ–পুলিশ কমিশনার (সদর) মো. আব্দুল ওয়ারীশ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সিএমপি মিশনার কৃষ্ণ পদ রায় গত এপ্রিল মাসে নগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং রমজান মাসে ট্রাফিক ব্যবস্থাপনা সুস্থ ও স্বাভাবিক থাকায় সিএমপির সকল পুলিশ সদস্যসহ আইন–শৃঙ্খলা রক্ষাকারী সকল ইউনিট এবং ট্রাফিক বিভাগকে ধন্যবাদ জানান। এই প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য সকল থানা, ডিবিসহ অন্যান্য সংস্থাকে যৌথভাবে কাজ করার পরামর্শ প্রদান করেন।
সভায় কমিশনার রমজানে বিশেষ করে মার্কেটকেন্দ্রিক ও মোড়কেন্দ্রিক নতুনত্বের মাধ্যমে রোড ডিভাইডার ব্লক দিয়ে ল্যাপ্ট লেইন তৈরি করে যান চলাচল স্বাভাবিক এবং যানজট সহনীয় পর্যায় রেখে নগরবাসীকে স্বস্তিতে রাখায় উপ–পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) জয়নুল আবেদীনকে ধন্যবাদ জানানো হয়। তার নতুনত্ব এবং উদ্ভাবনী কাজের মাধ্যমে ট্রাফিক ব্যবস্থাপনায় ইতিবাচক এবং গণমুখী পরিবর্তন সাধন করায় বিশেষভাবে পুরস্কৃত করা হয়। পুলিশ কমিশনার কৃঞ্চ পদ রায় ডিসি ট্রাফিক জয়নুল আবেদীনের হাতে পুরস্কার তুলে দেন।
পুলিশ কমিশনার অপরাধ দমন ও যানজট নিয়ন্ত্রণে পুলিশ সদস্যসহ নগরবাসীর সহযোগিতা কামনা করেন।












