এস্ট্রলজার্স সোসাইটির অনুষ্ঠানে এমপি নজরুল জ্যোতিষ শাস্ত্র মানবকল্যাণমুখী বিজ্ঞান

| মঙ্গলবার , ১৬ মে, ২০২৩ at ৭:১৬ পূর্বাহ্ণ

সংসদ সদস্য আলহাজ মো. নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, জ্যোতিষ শাস্ত্র একটি মানবকল্যাণমুখী জ্যোতিষ বিজ্ঞান। এটাকে দেশ, জাতি ও বৃহত্তর মানবগোষ্ঠীর কল্যাণে নিয়োজিত করলে সামগ্রিকভাবে সাধারণ মানুষ উপকৃত হবে। তিনি গত ১৩ মে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে বাংলাদেশ এস্ট্রলজার্স সোসাইটি বিভাগীয় শাখার অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সংগঠনের সভাপতি অধ্যক্ষ ননীগোপাল আচার্য্যের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের প্রধান উপদেষ্টা অ্যাড. তপন কান্তি দাশ। প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব ড. শ্রীরাম আচার্য্য। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, বাগীশিক কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক পলাশ কান্তি নাথ রণী। সংগঠনের বিভাগীয় মহাসচিব এস.কে আচার্য্যের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সুবল আচার্য্য, বিশ্বজিৎ হালদার, আজিজুর রহমান তৈয়ব, শেখ টুটুল, মিলন শাস্ত্রী, রতন আচার্য্য, প্রবীর আচার্য্য, গোকুল আচার্য্য, দুলাল বড়ুয়া, হারাধন শর্মা, কল্পতরু ভট্টাচার্য্য, ডা. দেলোয়ার হোসেন, দুলাল আচার্য্য, বিজয় শর্মা, মিন্টু শর্মা, সুব্রত আচার্য্য লিটন, জয়দেব আচার্য্য, সিআর আচার্য্য, রিমন মুহুরী, সুজিত আচার্য্য। অর্চিতা আচার্য্য ত্রয়ীর পরিচালনায় সংগঠনের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথবাক্য পাঠ করান ডা. শ্রীরাম আচার্য্য। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিএমপির মাসিক অপরাধ সভা
পরবর্তী নিবন্ধদক্ষ শিক্ষক ও প্রশিক্ষণে ঘুরে দাঁড়াবে চসিকের শিক্ষা প্রতিষ্ঠানগুলো : মেয়র