সিএমপির মাসিক অপরাধ সভা

| বৃহস্পতিবার , ১৯ জানুয়ারি, ২০২৩ at ৬:৩২ পূর্বাহ্ণ

সিএমপির মাসিক অপরাধ সভা গতকাল বুধবার দামপাড়াস্থ পুলিশ লাইন্স সদর দপ্তরের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়। সিএমপি কমিশনার তার বক্তব্যে নগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবিং এই ধারা অব্যাহত রাখার জন্য সকল থানা ও মহানগর গোয়েন্দা বিভাগকে যৌথভাবে কাজ করার পরামর্শ প্রদান করেন।

সভায় ডিসেম্বর২০২২ মাসে অস্ত্র, মাদক ও চোরাইগাড়ি উদ্ধার, আসামি গ্রেপ্তার ও ভালো কাজের জন্য বিভিন্ন ক্যাটেগরিতে সকল স্তরের ৩৪ জন পুলিশ সদস্যকে নগদ অর্থ প্রদান করা হয়।

ডিসেম্বর২০২২ মাসে শ্রেষ্ঠ বিভাগ, সহকারী পুলিশ কমিশনার, থানা, ডিবি টিম, উপপরিদর্শক ও সহকারী উপপরিদর্শক, মাদক উদ্ধারকারী, অস্ত্র উদ্ধারকারী, ওয়ারেন্ট তামিলকারী হয়েছেন যথাক্রমে উপপুলিশ কমিশনার মোহাম্মাদ জসিম উদ্দিন , সহকারী পুলিশ কমিশনার আরিফ হোসেন, পুলিশ পরিদর্শক মোহাম্মাদ আব্দুর রহিম, পুলিশ পরিদর্শক আরিফুর রহমান, এসআই রানা প্রতাপ বণিক ও মো. আবু সাঈদ, শাহাদাত হোসেন, মো. আব্দুল্লাহ, মো. সাইফুল আলম, রনি তালুকদার, সজীব কুমার আচার্য, মো. এনামুল হক, সোহেল আহমেদ। প্রেস বিজ্ঞপ্তি ।

পূর্ববর্তী নিবন্ধপাহাড়ে চাঁদাবাজি বন্ধ ও বৈষম্য দূর করার দাবি
পরবর্তী নিবন্ধবহুবর্ষজীবী জল ধারণের ক্ষমতা হারিয়েছে কক্সবাজারের মাটি