সিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভা

| মঙ্গলবার , ৯ নভেম্বর, ২০২১ at ৭:২৮ পূর্বাহ্ণ

দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্স সদর দপ্তরের কনফারেন্স হলে সিএমপির অক্টোবর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। সভায় ছিলেন সিএমপি কমিশনার সালেহ্‌ মোহাম্মদ তানভীর।
সভায় সিএমপি কমিশনার নগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। পরবর্তীতে এই প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য সকল থানা ও মহানগর গোয়েন্দা বিভাগকে যৌথভাবে কাজ করার পরামর্শ প্রদান করেন। রুজুকৃত মামলা ও অভিযোগ সমূহের দ্রুত ব্যবস্থা গ্রহণ করে পুলিশি সেবা নিশ্চিত করতে বলেন।এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) সানা শামীনুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মো. শামসুল আলম এবং উপ-পুলিশ কমিশনার সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অবসরে সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উনু মং : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্স সদর দপ্তরের কনফারেন্স হলে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উনু মং এর বিদায় সংবর্ধনা গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বিদায়ী কর্মকর্তাকে উপহার সামগ্রী তুলে দেন। অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উনু মং আউটসাইড ক্যাডেট হিসেবে বাংলাদেশ পুলিশ একাডেমী, সারদায় ১ বছরের প্রশিক্ষণ শেষে ১৯৮৭ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, অতিরিক্ত পুলিশ কমিশনার(প্রশাসন ও অর্থ) সানা শামীনুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার(ক্রাইম এন্ড অপারেশন) মো. শামসুল আলম, উপ-পুলিশ কমিশনার(সদর) মো. আমির জাফর প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগণতন্ত্রের সংগ্রামে অবশ্যই আমাদের বিজয় হবে
পরবর্তী নিবন্ধপ্রয়াত কাউন্সিলর মিন্টুর পরিবারকে ৮ লাখ টাকা অনুদান