সিএমপির পুলিশ সদস্যের আধঘণ্টা হাজতবাস

মিথ্যা সাক্ষ্যদান

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৫ মার্চ, ২০২১ at ৫:০০ পূর্বাহ্ণ

কর্ণফুলী থানার মাদক মামলায় চট্টগ্রামের একটি আদালতে মিথ্যা সাক্ষ্য দেয়ায় আয়ুব আলী নামের নগর পুলিশের এক সদস্যকে আধঘন্টা হাজতবাসের সাজা দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার ৫ম যুগ্ম মহানগর দায়রা জজ জহির হোসেনের আদালতে উক্ত সাজা দেয়া হয়।
অতিরিক্ত পিপি বিশ্বজিৎ চৌধুরী আজাদীকে বলেন, আসামি পক্ষের আইনজীবীর জেরার মুখে নায়েক আয়ুব আলী মিথ্যা সাক্ষ্য দিলে বিষয়টি আদালতের নজরে আসে। একপর্যায়ে বিচারক তাকে আটক রেখে আধঘন্টা পরে ছেড়ে দিতে আদালত পুলিশকে নির্দেশ দেন।
আদালতসূত্র জানায়, ২০১৪ সালের ১৮ মে কর্ণফুলী থানার মইজ্জারটেক এলাকা থেকে ৯ লিটার দেশীয় মদসহ নুরুল আবছার নামের একজনকে গ্রেফতার করা হয়। পরে কর্ণফুলী থানা পুলিশ নুরুল আবছারের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা করে। আদালতসূত্র আরও জানায়, মাদক উদ্ধারের ঘটনায় তখন ঘটনাস্থলেই জব্দ তালিকা প্রস্তুত করা হয়েছিল। কিন্তু সিএমপির নায়েক আয়ুব আলী থানায় জব্দ তালিকা প্রস্থুত করা হয়েছে দাবি করে আদালতে সাক্ষ্য দেন।

পূর্ববর্তী নিবন্ধআলোচনার মাধ্যমে প্রতিবেশীর সঙ্গে সমস্যার সমাধান করতে হবে
পরবর্তী নিবন্ধরাওয়ালপিন্ডিতে ভুট্টো-ইয়াহিয়া ৫ ঘণ্টা বৈঠক করেন