সিইউডিএসের ১৮তম ডিবেট ও পাবলিক স্পিকিং ওয়ার্কশপ

| বৃহস্পতিবার , ২ মার্চ, ২০২৩ at ১০:১৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (সিইউডিএস) আয়োজনে ১৮তম সিইউডিএস ডিবেট এন্ড পাবলিক স্পিকিং ওয়ার্কশপ ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর মো. হেলাল উদ্দিন নিজামী ও সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর সিরাজ উদ দৌল্লাহ।

প্রফেসর এ বি এম আবু নোমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন আইন বিভাগের সভাপতি প্রফেসর সিফাত শারমিন, শাকিব বিন রশিদ, কায়েস মোহাম্মদ সাইফুল্লাহ, নিলয় খান। উপউপাচার্য বলেন, বিতর্ক একটি নান্দনিক শিল্প।

শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশে বিতর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একাডেমিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম হিসেবে বিতর্ক, সাংস্কৃতিক চর্চা, খেলাধূলাসহ বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে পারদর্শিতা অর্জন করে বহুমাত্রিক গুণ সম্পন্ন আলোকিত মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনাইক্ষ্যংছড়িতে বাল্য বিয়ে পণ্ড
পরবর্তী নিবন্ধজেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালে অক্সিজেন কনসেন্ট্রেটর মেশিন হস্তান্তর