সিইউএফএলে টানা ৪৯ দিন উৎপাদন বন্ধ

দৈনিক ক্ষতি ২ কোটি ২০ লাখ টাকা

আনোয়ারা প্রতিনিধি | শনিবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৩ at ৫:৫৬ পূর্বাহ্ণ

চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার (সিইউএফএল) চালু থাকলে দৈনিক ১১ হাজার মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন করে। প্রতি মে. টন সার ২০ হাজার টাকা হিসেবে কারখানাটিতে দৈনিক ২ কোটি ২০ লাখ টাকার সার উৎপাদিত হয়।

বন্ধ থাকলেও দৈনিক সে হিসেবে ক্ষতির শিকার হয় কারখানাটি। গত বছরের ২২ নভেম্বর সিইউএফএলের অ্যামোনিয়া প্ল্যান্টে অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে গতকাল পর্যন্ত টানা ৪৯ দিন ধরে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ রয়েছে কারখানাটি। যার ফলে কারখানার ৯ শতাধিক কর্মকর্তা কর্মচারীর মাঝে চরম হতাশা বিরাজ করছে। সাধারণ শ্রমিকেরা অতি দ্রুত কারখানা চালুর দাবি জানিয়েছেন।

সিইউএফএল ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান জানান, গত বছরের ২২ নভেম্বর কারখানায় আগুন লাগার পর থেকে উৎপাদন বন্ধ রয়েছে। মেরামত কাজ শেষ না হওয়ায় কারখানা উৎপাদনে যেতে পারছে না।

বর্তমানে সিইউএফএলে দৈনিক ১১ হাজার মে. টন ইউরিয়া সার উৎপাদন হয়ে থাকে। প্রতি মে. টন সারের বাজার মূল্য ২০ হাজার টাকা। সে হিসাবে কারখানাটি দৈনিক ২ কোটি ২০ লাখ টাকার সার উৎপাদন করে ।

তিনি আরো বলেন, চলতি মাসের ২৭২৮ তারিখের মধ্যে মেরামত কাজ শেষে কারখানা উৎপাদনে যাবে। একটা কারখানা স্বাভাবিকভাবে ২০ বছর পর্যন্ত চলতে পারে। কিন্তু সিইউএফএল সার কারখানার বয়স ৩৫ বছরের বেশি হয়ে যাওয়ার কারণে পুরনো কারখানাটির বিভিন্ন যন্ত্রাংশে ত্রুটি দেখা যাচ্ছে। ফলে বার বার মেরামত ব্যয়ও বেড়ে গেছে। বর্তমান প্রেক্ষাপটে এ সব ব্যয় সম্পন্ন করা অনেকটা কঠিন হয়ে পড়েছে।

পূর্ববর্তী নিবন্ধদাম বেশি, তবু কিনছেন বই
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ‘বীরকন্যা প্রীতিলতা’র প্রদর্শনী শুরু