চট্টগ্রামের মানুষকে রক্তচক্ষু দেখিয়ে লাভ নেই। সিআরবি বাঁচাও আন্দোলনেও জিতবে চট্টগ্রামের মানুষ। কারণ সিআরবি চট্টগ্রামবাসীর ফুসফুস। এ ফুসফুসকে ধ্বংস করে হাসপাতাল নির্মাণ করতে দেব না আমরা। সিআরবি এলাকা হল চট্টগ্রামের প্রাকৃতিক অক্সিজেনের অন্যতম ক্ষেত্র। এতে হাসপাতাল কিংবা অন্য কোনো স্থাপনা করলে এর পরিবেশ-প্রকৃতি নষ্ট হবে এবং এর প্রভাব চট্টগ্রাম মহানগরের ৭০ লক্ষ মানুষকে ভোগ করতে হবে।
গতকাল রোববার নাগরিক সমাজ, চট্টগ্রামের উদ্যোগে ধারাবাহিক অবস্থান কর্মসূচি উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তারা এসব কথা বলেন। বক্তারা বলেন, সিআরবিতে প্রস্তাবিত হাসপাতালের জায়গাতে রয়েছে মুক্তিযুদ্ধে শহীদ জাতির শ্রেষ্ঠ সন্তান চাকসু জিএস আবদুর রবসহ ৯ জন বীর মুক্তিযোদ্ধা শহীদের কবর। এই কবরের উপর ব্যক্তিমালিকানাধীন মুনাফামুখী হাসপাতাল শুধু নয়, যেকোনো স্থাপনাই হবে মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অবমাননার শামিল। আমরা প্রধানমন্ত্রীর উপর আস্থা রেখেছি। তিনি কখনোই এখানে বাণিজ্যিক স্থাপনা হতে দেবেন না।
নাগরিক সমাজ চট্টগ্রামের কো-চেয়ারম্যান দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কমিটির সদস্য সচিব ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, মুক্তিযোদ্ধা মো. ইউনুস, ১৪ দলীয় জোট নেতা জসিম উদ্দীন বাবুল, মুক্তিযোদ্ধা প্রফেসর ইদ্রিস আলী, চবি শিক্ষক হোসাইন কবির, আবৃত্তিশিল্পী রাশেদ হাসান, স্বপন মজুমদার, মোরশেদ আলম, ঋত্বিক নয়ন, প্রণব চৌধুরী, বনবিহারী চক্রবর্তী, মাহবুব রহমান, দিলরুবা খানম, বশির উল্লাহ লিটন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর কৃষক লীগ নেতা হুমায়ুন কবির মাসুদ। গান পরিবেশন করেন চট্টগ্রাম জেলা শিল্প কলার যুগ্ম সম্পাদক মঈন উদ্দিন কোহেল। প্রেস বিজ্ঞপ্তি।












