লোহাগাড়ায় ৭ হাজার ইয়াবাসহ মাইক্রোবাস চালক গ্রেপ্তার

লোহাগাড়া প্রতিনিধি | সোমবার , ২০ সেপ্টেম্বর, ২০২১ at ১০:১৯ পূর্বাহ্ণ

মাইক্রোবাসে করে পাচারকালে ৭ হাজার ইয়াবাসহ গাড়ির চালক মো. ইসমাইলকে (৩১) গ্রেপ্তার করেছে লোহাগাড়া থানা পুলিশ। গত শনিবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. ইসমাইল পটিয়া থানার কুসুমপুরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গোরনখাইন এলাকার মৃত মো. মনির আহম্মদের পুত্র। জব্দ করা হয়েছে ইয়াবা পাচারকাজে ব্যবহৃত মাইক্রোবাসটি।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, কক্সবাজার থেকে মাইক্রোবাস যোগে ইয়াবাগুলো নিয়ে যাচ্ছিল। পুলিশ তল্লাশি করে ইসমাইলের কাছ থেকে ৭ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২১ লাখ টাকা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। রোববার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ২৪ ঘণ্টায় ১ জনের মৃত্যু, শনাক্ত ২৭
পরবর্তী নিবন্ধসিআরবি বাঁচাও আন্দোলনে জিতবে চট্টগ্রামের মানুষ