সিআরবি টাইগারপাস ইস্যুতে দুদকে অভিযোগ করবে বিএইচআরএফ

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৯ জুলাই, ২০২১ at ৬:৩১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের মাস্টার প্ল্যান ও ডিটেইলড এরিয়া প্ল্যানসহ প্রচলিত আইন লঙ্ঘন করে সিআরবি টাইগারপাস জোনে হাসপাতাল প্রতিষ্ঠার বিষয়ে যারা চুক্তি করেছেন তাদের বিরুদ্ধে দুদকে অভিযোগ করবে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (বিএইচআরএফ)। গুরুত্বপূর্ণ তথ্যগুলো গোপন করে ইউনাইটেড হাসপাতালের সাথে হাসপাতাল ও মেডিকেল কলেজ করার জন্য রেলের মূল্যবান ছয় একর ভূমি প্রদানের চুক্তি করা হয়েছে। চুক্তি সম্পাদনকারীদের দুদক আইনে গ্রেফতার ও বিচারের আওতায় আনতে ফৌজদারি অভিযোগ দায়ের করার জন্য সংগঠনের পক্ষ থেকে প্রস্তুতি নেয়া হয়েছে। বিএইচআরএফ-এর মতে- এটি একটি ফৌজদারী অপরাধ। দুর্নীতিবাজরা পরস্পর যোগসাজশে গোপন লেনদেনের মাধ্যমে সব সাবার করে দিচ্ছে।
বিএইচআরএফ থেকে কাশিফ মাহমুদ শান্তনু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়- সিআরবি টাইগারপাস জোনকে ঢাকার রমনা পার্ক, ধানমন্ডি লেক প্রভৃতির মতো অঙিজেন পকেট বা ফুসফুস হিসেবে রক্ষা করতে হবে। তাই এগুলোকে অবিলম্বে পর্যটন মন্ত্রণালয়ের হাতে ন্যস্ত করতে হবে। রেল কর্তৃপক্ষের হাতে এ চমৎকার ও অমূল্য প্রাকৃতিক সম্পদ মোটেই নিরাপদ নয়। দুদক কার্যালয়ে অভিযোগ করে কোন ফল না পেলে মহানগর দায়রা জজ, সিনিয়র স্পেশাল জজ আদালতে দুর্নীতি দমন বিশেষ আইনে মামলা করা হবে।

পূর্ববর্তী নিবন্ধআক্রান্ত ১২ শিশুর নমুনায় সবার ডেল্টা ভ্যারিয়েন্ট
পরবর্তী নিবন্ধনয় মুক্তিযোদ্ধার নামে গাছে নামফলক