সিআরবি এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

আজাদী প্রতিবেদন

| বৃহস্পতিবার , ১১ ডিসেম্বর, ২০২৫ at ৭:৪৩ পূর্বাহ্ণ

নগরীর সিআরবি এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ঝটিকা মিছিল করেছে। গতকাল বুধবার সকালে ১৫ থেকে ২০ জনের একটি দল হাতে ব্যানার নিয়ে এ মিছিল করেন। এ সময় তারা সরকারবিরোধী নানা স্লোগান দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ১৫ থেকে ২০ জনের একটি দল ঝটিকা মিছিল করছেন। হাতে ছিল বাংলাদেশ ছাত্রলীগ লেখা ব্যানার।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, মিছিলের বিষয়টি আমরা যাচাই করে দেখছি। এখনো কাউকে আটক করা যায়নি।

পূর্ববর্তী নিবন্ধমোটরসাইকেলে ওড়না পেঁচিয়ে আইসিইউতে নববধূ
পরবর্তী নিবন্ধশাশুড়িকে সঙ্গে নিয়ে গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার