চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, চট্টগ্রামের সিআরবি হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত একটি ঐতিহাসিক স্থান। এখানকার স্থাপনা ধ্বংস, পরিবেশের ভারসাম্য নষ্ট ও গাছ নিধন কোনোভাবে কাম্য নয়। এই ঐতিহ্যবাহী স্থাপনা ধ্বংস ও পরিবেশের ভারসাম্য নষ্ট করে কোনো প্রকল্প বাস্তবায়ন করলে তা সংবিধানের ১৮-ক ও ২৪ অনুচ্ছেদের লঙ্ঘন বলে বিবেচিত হবে। নগরীতে হাসপাতাল করার মতো রেলওয়ের অনেক জমি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। কিছু জমি প্রভাবশালীরা দখল করে আছেন। সেগুলো উদ্ধার করে হাসপাতাল নির্মাণ করা সম্ভব। তাই সিআরবিতে নয়, পরিত্যক্ত জমিতে হাসপাতাল নির্মাণ করুন। তিনি গত বৃহস্পতিবার দুপুরে সিআরবিতে হাসপাতাল নির্মাণের সিদ্ধান্তের প্রতিবাদে সিআরবি এলাকায় চট্টগ্রাম মহানগর নারী ও শিশু অধিকার ফোরামের প্রতিবাদী মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পরে তিনি সিআরবি এলাকায় বৃক্ষ রোপণ করেন। মানববন্ধনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর। চট্টগ্রাম মহানগর নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক সাংবাদিক জাহিদুল করিম কচির সভাপতিত্বে ও সদস্য সচিব ডা. বেলায়েত হোসেন ঢালীর পরিচালনায় উক্ত মানববন্ধন কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. কামরুল ইসলাম, নারী ও শিশু অধিকার ফোরামের নেতা জেলী চৌধুরী, ডা. কাজী মাহবুব আলম, ডা. এস এম সারোয়ার আলম, ডা. ময়নাল হোসেন, অ্যাড. আয়েশা আক্তার সানজি, অ্যাড. আসমা খানম, আমান উল্লাহ আমান, তাসলিম আহমেদ লিমা, নারীনেত্রী জোহরা বেগম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।