দশ হাজার গাছ লাগাবে কানেক্ট দ্য ডটস

| শনিবার , ১৭ জুলাই, ২০২১ at ৭:৪৪ পূর্বাহ্ণ

চ্যারিটি ফাউন্ডেশন কানেক্ট দ্য ডটস সবুজে বাংলাদেশ শিরোনামে সপ্তাহ ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে। নগরীর বিভিন্ন জায়গায় ১০ হাজার গাছ লাগাবে তারা। গতকাল শুক্রবার বিকালে নগরীর সিআরবিতে নানা প্রজাতির বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা তানভীর শাহরিয়ার রিমন।
গতকাল কর্মসূচির সহযোগী পার্টনার হিসাবে এই বৃক্ষরোপণে অংশগ্রহণ করে নিজের বলার মতো গল্প ফাউন্ডেশন চট্টগ্রাম জেলার সদস্যরা। উল্লেখ্য এই সপ্তাহব্যাপী কর্মসূচিতে কানেক্ট দ্য ডটস এর পার্টনার হিসাবে কাজ করছে দ্য ইন্‌িজনিয়ার্স ক্লাব, রোটারেক্ট ক্লাব অব চিটাগাং রিভারসাইন, হিউম্যানএইড পতেঙ্গা, নিজের বলার মতো গল্প ফাউন্ডেশন। এই প্রতিটি সংগঠনকে নানা রকম ফলজ, ওষুধী, বনজ গাছ উপহার হিসাবে দিচ্ছে কানেক্ট দ্য ডটস। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিআরবিতে নয়, পরিত্যক্ত জমিতে হাসপাতাল নির্মাণ করুন
পরবর্তী নিবন্ধপ্রফেসর ড. এ আহাদ ওসমান গনির ইন্তেকাল