সিআরবিতে চারুসৃষ্টি আর্ট স্কুলের আউটডোর ক্লাস

| শনিবার , ৪ মার্চ, ২০২৩ at ৯:০৩ পূর্বাহ্ণ

চকবাজার বাকলিয়া চারুসৃষ্টি আর্ট স্কুলের আউটডোর ক্লাস গতকাল শুক্রবার সিআরবি শিরিষতলা মাঠে অনুষ্ঠিত হয়েছে। বিকাল ৩টা থেকে শুরু হওয়া আউটডোর ক্লাসে বিদ্যালয়ের ৫২ জন শিক্ষার্থী উপস্থিত ছিল।

চারুসৃষ্টি আর্ট স্কুলের পরিচালক মো. ইউসুফ শিক্ষার্থীদের হাতে কলমে শিক্ষা দেন। তাকে সহযোগিতা করেন তাসনিয়া তাহরিরা ইফতা ও আরোয়া তামান্না।

চারুসৃষ্টি আর্ট স্কুলের পরিচালক মো. ইউসুফ বলেন, ছাত্রছাত্রীদেরকে আমরা ক্লাসের ভিতরে নির্দিষ্ট গণ্ডির মধ্যে পাঠদান করে থাকি, তারা ক্লাসরুমে বসেই বিভিন্ন গাছপালা প্রকৃতির ছবি আঁকা অনুশীলন করে। আজ আমরা তাদেরকে প্রকৃতির মাঝে নিয়ে এসেছি, যাতে তারা প্রকৃতি, গাছপালা, ইত্যাদি দেখে দেখে ছবি আঁকতে পারে। আউটডোর ক্লাসে বিপুল সংখ্যাক অভিভাবকও উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএক এগারোর কুশীলবদের অব্যাহত অপতৎপরতা
পরবর্তী নিবন্ধজিরি ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন