সিআইইউ উপাচার্যের সাথে আলিয়ঁস ফ্রঁসেজ পরিচালকের সাক্ষাৎ

| শুক্রবার , ১১ নভেম্বর, ২০২২ at ৮:৩৭ পূর্বাহ্ণ

সিআইইউর উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের নতুন পরিচালক ব্রুনো লাক্রামপ।
গতকাল বৃহস্পতিবার জামাল খানের ক্যাম্পাসের উপাচার্যের কক্ষে এই সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
অনুষ্ঠানে যৌথশিক্ষা কার্যক্রমে নিজের সহযোগিতার আগ্রহের কথা জানিয়ে সিআইইউর ছাত্র-ছাত্রীদের জন্য ফ্রান্সে স্কলারশীপের ব্যবস্থা, গবেষণা ও উচ্চতর ডিগ্রির সুযোগ সৃষ্টির বিষয়ে মতামত তুলে ধরেন ব্রুনো লাক্রামপ। উপাচার্য ছাড়াও এতে রেজিস্ট্রার আনজুমান বানু লিমা, পরীক্ষা নিয়ন্ত্রক সরকার কামরুল মামুন, অ্যাডমিন শাখার পরিচালক কুমার দোয়েল দে ও আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের উপ-পরিচালক ড. গুরুপদ চক্রবর্তী উপস্থিত ছিলেন। আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের নতুন পরিচালক ব্রুনো লাক্রামপ সিআইইউর শিক্ষাক্রার্যক্রম দেখে তার মুগ্ধতার কথা জানান। অনুষ্ঠানে তিনি উচ্চশিক্ষায় সময়োপযুগী নানা পদক্ষেপ নেওয়ায় সিআইইউ এবং উপাচার্যের প্রশংসা করেন। উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী ব্রুনো লাক্রামপের বক্তব্য শোনেন। তিনি সিআইইউর শিক্ষক-শিক্ষার্থীরা যেন ফ্রান্সে পরিপূর্ণ জ্ঞানে ও গবেষণায় সমৃদ্ধ হতে পারেন, সে জন্য সব ধরনের পদক্ষেপ নেবেন বলেও তার বক্তব্যে উল্লেখ করেন। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ভুয়া কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র সিলগালা
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে আগ্নেয়াস্ত্রসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার