চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) এর নবম বোর্ড অব ট্রাস্টির সভা সম্প্রতি অনলাইনে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ট্রাস্টির চেয়ারম্যান তৌহিদ সামাদ।
সভায় বক্তারা বলেন, গুণগত শিক্ষা নিশ্চিতের পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা হচ্ছে। ব্যবহারিক জ্ঞানের পাশাপাশি বিশ্বমানের বাস্তবমুখী সিলেবাসের মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীকে এগিয়ে নিতে বদ্ধপরিকর সিআইইউ। এ সময় শিক্ষার্থীদের সব ধরনের সুযোগ সুবিধা বৃদ্ধি ও অনলাইন কার্যক্রম অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন তারা।
উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টির সদস্য প্রকৌশলী আলী আহমেদ, সৈয়দ মাহমুদুল হক, লুৎফে এম আইয়ুব, এ কাইয়ূম খান, মির্জা সালমান ইস্পাহানি, আমিনুর রেজা খান, সিআইইউর উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী, বোর্ড অব ট্রাস্টির সচিব- রেজিস্ট্রার আনজুমান বানু লিমা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












