গবেষণা খাত, যুগোপযোগী শিক্ষা এবং পর্যাপ্ত সুযোগ সুবিধাকে প্রাধান্য দিয়ে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউতে) ২০২২-২০২৩ অর্থ বছরের বার্ষিক বাজেট অনুমোদন করা হয়েছে। গতকাল রোববার সকালে জামাল খানের ক্যাম্পাসের কনফারেন্স রুমে ২৯তম সিন্ডিকেট সভায় এ বাজেট অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী। এই সময় তিনি শিক্ষার গুণগত মানোন্নয়নে সিআইইউ বরাবরই অধিক নজর দিয়ে আসছে বলে সভায় উল্লেখ করেন। সভায় বাজেট পাশ ছাড়াও শিক্ষাছুটি, শিক্ষক-কর্মকর্তাদের পদোন্নতি, অ্যাকাডেমিক কাউন্সিলসহ বিশ্ববিদ্যালয়ের নানান বিষয় নিয়ে আলোচনা করা হয়। রেজিস্ট্রার আনজুমান বানু লিমার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ট্রাস্টি আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী, ট্রাস্টি প্রকৌশলী আলী আহমেদ, ট্রাস্টি দিলরুবা আহমেদ, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মুকেশ চন্দ্র বিশ্বাস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. মো. কামরুল হোসাইন, অধ্যাপক ড. আইয়ুব ইসলাম, অধ্যাপক ড. নাঈম আবদুল্লাহ, অধ্যাপক ড. সৈয়দ মনজুর কাদের, ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস শাখার পরিচালক সুব্রত গুপ্ত প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি