সিআইইউতে শিক্ষা বিষয়ক ওয়েবিনার

| বুধবার , ৯ জুন, ২০২১ at ৭:২০ পূর্বাহ্ণ

ইংরেজি ভাষার সব খুঁটিনাটি আর আদ্যোপান্ত নিয়ে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউতে) অনুষ্ঠিত হলো ‘ইংরেজি ভাষা শিক্ষার নানান সমস্যা’ শীর্ষক শিক্ষা বিষয়ক ওয়েবিনার। সিআইইউর স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস (স্ল্যাস) এর অধীন ইংরেজি বিভাগ সম্প্রতি অনলাইনে শিক্ষার্থীদের জন্য এই ওয়েবিনারের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে স্ল্যাস এর ডিন কাজী মোস্তাইন বিল্লাহ আধুনিক পৃথিবীতে এগিয়ে যেতে হলে ইংরেজি ভাষায়ও এগিয়ে থাকা চাই বলে মন্তব্য করেন। এই সময় তিনি ক্লাসরুম ব্যবস্থাপনা, পাঠ-সহায়ক কার্যাবলী, শিক্ষাদান পদ্ধতিসহ নানান বিষয় নিয়ে আলোচনা করেন।
সেমিনারে সিআইইউর ইংরেজি বিভাগের হেড ও সহকারি অধ্যাপক রিফাত তাসনীম ইংরেজি ভাষায় শিক্ষকদের প্রশিক্ষণের গুরুত্ব, প্রভাষক আশিকুর রহমান ভাষা শিক্ষায় ইতিবাচক ওয়াশব্যাকের প্রভাব, শাকিলা মোস্তাক শিক্ষার্থীদের লেখায় ফিডব্যাক ফিরিয়ে আনা এবং রিফাত আহমেদ করোনাকালীন অনলাইন শিক্ষন নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের ছাত্রী রামিসা আনান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রাণহানি ঠেকাতে স্থায়ী সমাধানের আশ্বাস
পরবর্তী নিবন্ধজননেত্রী শেখ হাসিনাই বিশ্বে বাঙালি জাতির আলোকবর্তিকা