সিআইইউতে ভার্চুয়াল ওরিয়েন্টেশন

| শুক্রবার , ২১ জানুয়ারি, ২০২২ at ১১:৪৪ অপরাহ্ণ

সিআইইউর বোর্ড অব ট্রাস্টি মির্জা সালমান ইস্পাহানি বলেছেন, সিআইইউ সমকালীন জ্ঞানের বিস্তারের সঙ্গে শিক্ষার মানোন্নয়নে বহুদূর এগিয়ে গেছে। এই প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা গুণগত শিক্ষায় সমৃদ্ধ হয়ে বদলে দেবে আগামি দিনের বাংলাদেশ-এমনটা চাওয়া আমার।
গতকাল বৃহস্পতিবার সিআইইউতে ভর্তি হওয়া স্প্রিং ২০২২ সেমিস্টারের নতুন শিক্ষার্থীদের ভার্চুয়াল ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই সময় উপাচার্য, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী নতুন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের প্রতিটি মুহুর্ত কাজে লাগানোর আহ্বান জানান। নওশীন শার্মিলী চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বর্ণাঢ্য জীবন পড়ে শোনান অধ্যাপক ড. সৈয়দ মনজুর কাদের।
বক্তব্য রাখেন অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ, অধ্যাপক ড. মোহাম্মদ নাঈম আবদুল্লাহ, ড. মোহাম্মদ রেজাউল করিম, বেলায়েত হোসাইন, আনজুমান বানু লিমা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় হাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের চেক বিতরণ
পরবর্তী নিবন্ধনগরীর ৪ স্পটে সিএনজি টেক্সিতে কিউআর কোড স্টিকার কার্যক্রম