সিআইইউতে বাণিজ্যিক সালিশি বিষয়ক আন্তর্জাতিক সেমিনার

| শুক্রবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:৫১ পূর্বাহ্ণ

বিশ্বের অনেক দেশেই আন্তর্জাতিক বাণিজ্যিক লেনদেনের বিরোধ নিষ্পত্তি করার জন্য কমার্শিয়াল আরবিট্রেশন বা বাণিজ্যিক সালিশিকে সহজতর, বিকল্প ও শ্রেয় মনে করা হচ্ছে। আদালতের বাইরে দুই পক্ষের আলাপ আলোচনার মধ্য দিয়ে এই ধরণের সালিশি সমাধান বদলে দিচ্ছে উন্নত দেশের একাধিক বাণিজ্যিক ইস্যু। আমাদের দেশে বাণিজ্যিক সালিশির প্রয়োজনীয়তা, আইনের শিক্ষার্থীদের এই বিষয়ে ধারণা দেওয়া ও বাস্তবায়নের আদ্যোপান্ত নানান দিক নিয়ে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনার। সম্প্রতি সিআইইউর স্কুল অব ল এবং ইউনিভার্সিটি উতারা মালয়েশিয়া যৌথভাবে ‘অ্যা গ্লান্স অ্যাট দি কমার্শিয়াল আরবিট্রেশন’ শিরোনামে অনলাইনে অনুষ্ঠানের আয়োজন করে। এতে বাণিজ্যিক সালিশির ধরণ, চুক্তি ও মধ্যস্থতা, ধারা, প্রশাসনিক সহায়তা, আপত্তির কারণ, চুক্তির বিভাজ্যতা, শুনানী, ভোক্তা, কর্মসংস্থানসহ কমার্শিয়াল আরবিট্রেশনের আওতাধীন বিভিন্ন বিষয়গুলো সিআইইউর আইন বিভাগের শিক্ষার্থীদের জন্য তুলে ধরা হয়। সেমিনারে বাণিজ্যিক সালিশির আন্তর্জাতিক চিত্র তুলে ধরে এই ধরণের বিরোধ মীমাংসার নানান পদ্ধতি নিয়ে আলোচনা করেন ইউনিভার্সিটি উতারা মালয়েশিয়ার স্কুল অব ল’র ডিন অধ্যাপক ড. রোহানা আবদুল রহমান। স্বাগত বক্তব্য রাখেন সিআইইউর স্কুল অব ল’র সহকারি ডিন মোহাম্মদ বেলায়েত হোসেন। অনুষ্ঠানে রিসোর্স পারসন ছিলেন আহমাদ হানিফিতরি এবং তে সু লিং। অনুষ্ঠান সমন্বয় করেন সিআইইউর স্কুল অব ল’র প্রভাষক সানজানা হক। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচাক্তাই আইডিয়্যাল গ্রামার স্কুলে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন
পরবর্তী নিবন্ধভাষার মাসে জ্ঞানের নতুন দ্বার উন্মোচন