সায়রা সিদ্দিক আইডিয়্যাল স্কুলে পুরস্কার বিতরণী ও সুধী সমাবেশ

| শুক্রবার , ২৭ জানুয়ারি, ২০২৩ at ৯:২৮ পূর্বাহ্ণ

উত্তর পতেঙ্গা মাইজপাড়া সায়রা সিদ্দিক আইডিয়্যাল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সুধী সমাবেশ গতকাল বৃহস্পতিবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। স্কুল পরিচালনা পরিষদের সভাপতি মাওলানা মুহাম্মদ মুনিরুল হাছানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) শাব্বির ইকবাল।

 

বিশেষ অতিথি ছিলেন ৪১নং ওয়ার্ড কাউন্সিলর সালেহ আহমদ চৌধুরী, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক আনিস ফারুক, মাইজপাড়া মহল্লা সরদার কমিটির আহবায়ক জানে আলম, মাইজপাড়া জামে মসজিদ পরিচালনা পরিষদের নুরুল আলম, চিটাগাং আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এস এম দিদারুল আলম, সমাজসেবক নাসির আলম, এস এম মহিউদ্দিন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ ইকবাল হোসেন। স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো. ইমতিয়াজ ও সিনিয়র শিক্ষক আমানউল্লাহ আমানের যৌথ উপস্থাপনায় সমাবেশে বক্তব্য রাখেন স্কুল পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক মো. লোকমান, সাবেক সভাপতি মোহাম্মদ ইদ্রিস, পরিচালক এটিএম আসাদুজ্জামান বাবলু, মুহাম্মদ দিদারুল আলম, আবু সালেহ মানিক। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুহাম্মদ ওমর ফারুক। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে কৃতী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান
পরবর্তী নিবন্ধশিক্ষার্থীদের দেশের সেবায় আত্মনিয়োগ করতে হবে