উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে ৫ লাখ ৪৬ হাজার ৬৮০ পিস ইয়াবাসহ ক্যাম্পের সাবেক এক মাঝিকে আটক করেছে র্যাব-১৫। গত সোমবার রাত ১০টার দিকে বালুখালী ৯নং ক্যাম্পের জি-ব্লকের বাসা খেকে এসব ইয়াবা জব্দ ও তাকে আটক করা হয়। আটক গুরা মিয়া (৪৫) ওই ব্লকের মৃত নুর আহমদের ছেলে। র্যাব কর্মকর্তারা জানায়, গুরা মিয়ার বসতঘরে ইয়াবার একটি বড় চালান মজুদ করা আছে, এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। পরে তার বসতঘরের ভেতর থেকে কৌশলে লুকিয়ে রাখা ইয়াবাগুলো উদ্ধার করা হয়। কক্সবাজার র্যাব-১৫ এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, গুরা মিয়ার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার তাকে উখিয়া থানায় সোপর্দ করা হয়। একই সাথে ইয়াবার চালানের সাথে যুক্ত অন্যান্য আসামিদের আটকের চেষ্টা চলছে।