সাড়ে ৩ হাজার কেজি ভেজাল ঘি জব্দ

কারখানার ব্যবস্থাপক আটক

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৬ জানুয়ারি, ২০২২ at ৬:২৬ পূর্বাহ্ণ

নগরীতে বিএসপি ফুডস প্রোডাক্টস নামের একটি কারখানায় অভিযান চালিয়ে ৩ হাজার ৩৬০ কেজি ভেজাল ঘির পাশাপাশি বিপুল পরিমাণ নিম্নমানের বিষাক্ত ফ্লেভার, পাম অয়েল ও ডালডা জব্দ করেছে র‌্যাব। এসময় কারখানাটির জেনারেল ম্যানেজার (ব্যবস্থাপক) আমিনুল ইসলাম নিজামকে আটক করা হয়। গত বৃহস্পতিবার দিবাগত রাতে নগরীর চান্দগাঁও থানাধীন কালুরঘাট বিসিক শিল্প নগরীর ওই কারখানায় অভিযান পরিচালনা করে র‌্যাব-৭।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানান, বিএসপি ফুডস প্রোডাক্টস নামক প্রতিষ্ঠানটির কারখানায় বিক্রয়ের উদ্দেশ্যে ভেজাল ও নিম্নমানের বিষাক্ত ফ্লেভার, পাম ওয়েল ও ডালডার সংমিশ্রণে অস্বাস্থ্যকর পরিবেশে দুধের কোনো উপাদান ছাড়াই ঘি তৈরি করছে বলে আমরা খবর পাই। পরে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ ভেজাল ঘি জব্দ করা হয়েছে। আটক ম্যানেজার আমিনুল ইসলাম নিজামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি। অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল ও নিম্নমানের পণ্য উৎপাদনের দায়ে প্রতিষ্ঠানটিকে এর আগেও কয়েক দফায় জরিমানা করা হয় বলে র‌্যাব সূত্র জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে আরো ২৩৯ জন শনাক্ত
পরবর্তী নিবন্ধমহেশখালী চ্যানেলে র‌্যাবের অভিযানে ৬ জলদস্যু আটক