সাড়ে ৩৪ হাজার ইয়াবাসহ আটক ৮

আজাদী অনলাইন | বুধবার , ১৪ অক্টোবর, ২০২০ at ১১:০৯ অপরাহ্ণ

নগরী ও জেলায় পৃথক অভিযান চালিয়ে মোট ৩৪ হাজার ৬৪০ পিস ইয়াবাসহ আটজনকে আটক করেছে চট্টগ্রাম জেলা পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
এছাড়া ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে এসব অভিযানে।
জেলা পুলিশ ও র‌্যাব এসব অভিযান চালায় নগরীর পাহাড়তলী, জেলার লোহাগাড়া, সীতাকুণ্ড ও পটিয়া এলাকায়। বাংলানিউজ
আটক আটজন হলো নোয়াখালী জেলার সুধারাম থানাধীন পশ্চিম মাইজচরা এলাকার মো. আবুল কাশেমের ছেলে মো. জাহাঙ্গীর আলম (৪২) ও তার স্ত্রী নুরজাহান বেগম (৩২), কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন দক্ষিণ হ্নীলা এলাকার আবুল কাশেমের ছেলে জানে আলম (৩০), হ্নীলা পানখালী এলাকার মো. আবছারের ছেলে মো. তাহের (২০), চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানাধীন দাইচর এলাকার ইসমাইল হোসেনের ছেলে মো. আরিফ উল্লাহ (৩৮), লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানাধীন ধুবনী এলাকার মো. তায়েজ উদ্দিনের ছেলে মো. দুলাল মিয়া (৩৫), ভোলা জেলার চরফ্যাশন থানাধীন এয়াজপুর এলাকার কুট্টি মালের ছেলে মো. ইসমাইল (২৭) ও একই এলাকার মো. হোসেন মাঝির ছেলে মোজাম্মেল হোসেন (৪০)।
তাদের মধ্যে জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী নুরজাহান বেগমকে পাহাড়তলী থানাধীন ঈদগাঁ বৌ বাজার এলাকা থেকে ১৪ হাজার ১৪০ পিস ইয়াবাসহ আটক করে র‌্যাব সদস্যরা।
জানে আলমকে ১ হাজার পিস ইয়াবাসহ ও মো. তাহেরকে ১ হাজার ৭০০ পিস ইয়াবাসহ সীতাকুণ্ড থানাধীন ভাটিয়ারী বাসস্ট্যান্ড এলাকায় পৃথক অভিযান চালিয়ে আটক করে সীতাকুণ্ড থানা পুলিশ।
মো. আরিফ উল্লাহকে ৪ হাজার পিস ইয়াবাসহ ও মো. দুলাল মিয়াকে ৪ হাজার পিস ইয়াবাসহ লোহাগাড়া থানাধীন চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে পৃথক অভিযান চালিয়ে আটক করে লোহাগাড়া থানা পুলিশ।
মো. ইসমাইল ও মোজাম্মেল হোসেনকে ৯ হাজার ৮০০ পিস ইয়াবাসহ পটিয়া থানাধীন ইন্দ্রপুল বাইপাস মোড়ের সামনে অভিযান চালিয়ে আটক করে পটিয়া থানা পুলিশ।
আরিফ উল্লাহর কাছ থেকে ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুলাল মিয়ার কাছ থেকে একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
আজ বুধবার (১৪ অক্টোবর) চট্টগ্রাম জেলা পুলিশ ও র‌্যাব-৭ এর পক্ষ থেকে তাদের আটকের বিষয়টি জানানো হয়।
চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এসএম রশিদুল হক জানান, জেলার লোহাগাড়া, সীতাকুণ্ড ও পটিয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে মোট ২০ হাজার ৫০০ পিস ইয়াবাসহ ছয়জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন জানান, পাহাড়তলী থানাধীন ঈদগাঁ বৌ বাজার এলাকায় অভিযান চালিয়ে জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী নুরজাহান বেগমকে ১৪ হাজার ১৪০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। তাদের পাহাড়তলী থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকখনও সাংবাদিক, কখনও গোয়েন্দা পুলিশ
পরবর্তী নিবন্ধনির্দেশনা মানছেন না আলু বিক্রেতারা