সাড়ে ছয় কোটি টাকার মাদকসহ আটক ২

নাফ নদীতে বিজিবির অভিযান

টেকনাফ প্রতিনিধি | শুক্রবার , ২৯ এপ্রিল, ২০২২ at ৮:০০ পূর্বাহ্ণ

নাফ নদীতে অভিযান চালিয়ে এক কেজি (১.০৪০) ক্রিস্টাল মেথ আইস ও ৪০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। গতকাল বৃহস্পতিবার ভোররাতে বাংলাদেশ মিয়ানমার সীমান্তবর্তী টেকনাফের জালিয়ারদ্বীপে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে বসবাসকারী মো. সিরাজুল ইসলাম ( ২৮ ) ও সৈয়দ সালাম (৩৮) নামে দুজন মিয়ানমার নাগরিককে আটক করা হয়েছে। জব্দকৃত মাদকের মূল্য প্রায় ছয় কোটি চল্লিশ লাখ টাকা বলে জানিয়েছে টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবি অধিনায়ক লেপ্টেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় নাফ নদীর সীমান্ত দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার হতে বাংলাদেশে পাচার হতে পারে। উক্ত সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন সদর হতে একটি বিশেষ টহল নাফ নদীর জালিয়ারদ্বীপের কেওড়া বাগানে কৌশলগত অবস্থান নেয়। এ সময় বিজিবি টহলদল এক ব্যক্তিকে জালিয়ারদ্বীপের পার্শ্বে নাফ নদীতে নৌকায় করে জাল দিয়ে মাছ ধরতে দেখতে পায়। একজন চোরাকারবারী সাঁতরিয়ে নাফ নদী পার হয়ে বাংলাদেশের অভ্যন্তরে জালিয়ারদ্বীপে মাছ ধরারত ওই জেলের কাছে এসে একটি বস্তা হস্তান্তর করে। তখন বিজিবি টহলদল চারিদিক থেকে স্পিডবোটের মাধ্যমে ঘেরাও করে ব্যক্তিদ্বয়কে আটক করে। পরে তাদের নিকট থেকে ১ টি বস্তা জব্দ করা হয়। উক্ত বস্তা থেকে এক কেজি চল্লিশ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও চল্লিশ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।

পূর্ববর্তী নিবন্ধপানি কম থাকায় কমেছে বিদ্যুৎ উৎপাদন
পরবর্তী নিবন্ধসেহেরীর পর কলেজছাত্রীর আত্মহত্যা