চট্টগ্রামে গবেষণা কর্ম উল্লেখযোগ্য সংখ্যক হলেও এর মাত্রা আরো বাড়াতে হবে। সাহিত্যের যথার্থ মূল্যায়নের জন্য গবেষণার বিকল্প নেই। তবে গবেষণার মানের দিকেও খেয়াল রাখতে হবে। গবেষণাকর্মকে উৎসাহিত করতে প্রাতিষ্ঠানিক পৃষ্ঠপোষকতা জরুরি। কেননা অনেক ত্যাগ, সাধনা ও মেধার সমন্বয়ে গবেষণাকর্মকে এগিয়ে নিতে হয়। চট্টগ্রাম একাডেমির ফয়েজ-নুরনাহার মিলনায়তনে মাসব্যাপী অনলাইন বাংলা বইমেলার গতকাল রোববার ২৭তম দিনে ‘চট্টগ্রামে সাহিত্য-গবেষণা’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। অধ্যাপক ড. ইলু ইলিয়াসের সভাপতিত্বে সেমিনারে প্রধান আলোচক ছিলেন ড. উদিতি দাশ সোমা। স্বাগত বক্তব্য রাখেন প্রাবন্ধিক অধ্যাপক মুজিবুর রহমান। ধন্যবাদ বক্তব্য দেন অনলাইন বাংলা বইমেলা পরিষদের আহ্বায়ক শিশুসাহিত্যিক-সাংবাদিক রাশেদ রউফ। হামিমা জামাল রুমার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ রীতা দত্ত, অধ্যাপক সুপ্রতীম বড়ুয়া, প্রাবন্ধিক রেজাউল করিম স্বপন, ডা. কাজল কান্তি দাশ, লেখক শিপ্রা দাশ, লিটন কুমার দাশ, অধ্যাপক নিশাত হাসিনা শিরিন, কিব মইনুল হক চৌধুরী জোসেফ, অধ্যাপক বাসুদেব খাস্তগীর, এস এম আব্দুল আজিজ, ফারজানা রহমান শিমু, অধ্যাপক গোফরান উদ্দীন টিটু, সাংবাদিক আলীউর রহমান, কবি আজিজ রাহমান, সৈয়দা সেলিমা আক্তার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।