শৈলী সাহিত্য বুলেটিন- এর ২য় সংখার প্রকাশ উপলক্ষে এক সাহিত্য আড্ডায় বক্তারা বলেছেন, সাহিত্য শুধু নিজের ব্যক্তিগত চাহিদা মেটায় না, সাহিত্য পাঠের মধ্য দিয়ে আমরা সর্বকালীন মানুষ এবং অতীতের জীবন ধারাকে জানতে পারি। অন্য ভাষার সাহিত্যের মধ্য দিয়ে অন্যান্য দেশের জীবনধারা সম্পর্কেও আমরা উপলব্ধি করতে পারি। সাহিত্য মনুষ্যত্বের সর্বাঙ্গীন বিকাশ ঘটায়।
গত শনিবার চট্টগ্রাম একাডেমি ফয়েজ নুরনাহার মিলনায়তনে দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক রাশেদ রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শৈলী সাহিত্য বুলেটিনের সম্পাদক আজিজ রাহমান, শিল্পশৈলী সম্পাদক প্রাবন্ধিক নেছার আহমদ, শিশুসাহিত্যিক কবি অরুণ শীল, গল্পকার-সাংবাদিক বিপুল বড়ুয়া, শিশুসাহিত্যিক কবি আবুল কালাম বেলাল, শিশুসাহিত্যিক অমিত বড়ুয়া, প্রাবন্ধিক কবি রূপক কুমার রক্ষিত, কথাসাহিত্যিক বিচিত্রা সেন, শিশুসাহিত্যিক গোফরান উদ্দিন টিটু, কথাসাহিত্যিক মিলন বনিক, শিশুসাহিত্যিক লিটন কুমার চৌধুরী, প্রাবন্ধিক কাঞ্চনা চক্রবর্তী, প্রাবন্ধিক সুপ্রতিম বড়ুয়া, লেখক মো. জাহাঙ্গীর মিয়া, গীতিকার কবি জসিম উদ্দিন খান, লেখক রাজন বড়ুয়া, কবি মনজুর আহমদ ও সংগঠক এম কামাল উদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি।