লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের দর্জিপাড়ার বাসিন্দা খায়রুল আলমের ছেলে সাইফুল ইসলাম (২৫) কিডনী রোগে আক্রান্ত। প্রায় বিকল হয়ে গেছে তার দুটি কিডনী। তার জন্মদাতা মা নুরুন্নিছা বেগম ছেলেকে একটি কিডনী দান করতে চান। কিন্তু চিকিৎসকরা জানিয়েছেন কিডনী প্রতিস্থাপনের জন্য প্রয়োজন প্রায় ১৫ লাখ টাকা। যা তার পরিবারের পক্ষে যোগাড় করা সম্ভব নয়। ইতোমধ্যে ছেলের চিকিৎসার ব্যয়ভার বহন করতে গিয়ে নিজেদের শেষ সম্বলটুকুও বিক্রি করতে হয়েছে তাকে।
অনাগত সন্তানের জনক সাইফুল তাই সবার কাছে আর্থিক সহযোগিতার আবেদন করেছেন। তাকে সাহায্য পাঠানোর ঠিকানা : নুরুন্নিছা বেগম (মা) হিসাব নং- ২০৫০১৫৬০২০২৭৫৪৯০৮, ইসলামী ব্যাংক বাংলাদেশ লি., লোহাগাড়া শাখা, চট্টগ্রাম। বিকাশ : ০১৮১৩-৫৩৫৫০০। প্রেস বিজ্ঞপ্তি।