ভারতে আটকে পড়া বিএনপি নেতা সালাহ উদ্দিনের দেশে ফেরার ক্ষেত্রে এখন আর কোনো বাধা নেই বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি শাখার মহাপরিচালক রফিকুল ইসলাম সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। শিলংয়ে থাকা সালাহ উদ্দিন এই খবর শুনে বলেছেন, তিনি এখন গুয়াহাটিতে বাংলাদেশ মিশনে যোগাযোগ করবেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আট বছর আগে ভারতের বাংলাদেশ লাগোয়া রাজ্য মেঘালয়ের রাজধানী শিলংয়ে অনুপ্রবেশের মামলায় গ্রেপ্তার হন, তার বিরুদ্ধে মামলাও হয়। সেই মামলায় গত ফেব্রুয়ারিতে তিনি খালাস পেলেও ‘ট্রাভেল ডকুমেন্ট’ না পাওয়ায় তিনি দেশে ফিরতে পারছিলেন না। কারণ তার কাছে পাসপোর্ট নেই। খবর বিডিনিউজের।
গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে রফিকুল বলেন, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদের দেশে ফেরার আবেদন মঞ্জুর করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে আমাদের বাংলাদেশ মিশনের সঙ্গে যোগযোগ করা করছে। এরপর সালাহ উদ্দিনকে ফোন করা হলে তিনি বলেন, আমি দেশে ফেরার জন্য গত ৮ তারিখ আবেদন করেছি। আজকে বিভিন্ন গণমাধ্যম প্রচারিত খবরাখবর থেকে শুনছি, আমাদের আবেদন গ্রান্ট করা হয়েছে। এখনও মিশন থেকে কিছু আমাকে জানায়নি। দেখি, দুই–একদিনের মধ্যে আমি যোগাযোগ করব। আমি ভারতে অবস্থানের প্রথম দিন থেকে দেশে যাওয়ার জন্য প্রতীক্ষায় আছি। দেখা যাক এখন কী হয়। সালাহ উদ্দিন শিলংয়ে থাকা অবস্থায়ই বিএনপির স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হন।