সামাজিক সংগঠন সার্ভ ফর স্মাইলের প্রধান উপদেষ্টা কামরুন মালেকের অনুমোদনে এবং সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক এম ডি এম মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সংগঠনের প্রতিনিধি সদস্যদের এক জরুরি সভা গত ২ নভেম্বর চট্টগ্রাম ক্লাবে অনুষ্ঠিত হয়। সভায় ‘সার্ভ ফর স্মাইল’ এর কার্যক্রম নিয়ে আলোচনা ও আগামীদিনের কর্মসূচি নিয়ে পরিকল্পনা করা হয়। সভায় ‘সার্ভ ফর স্মাইল’ এর কার্যক্রম পরিচালনার জন্য আগামী তিন বছরের জন্য নতুন একটি কমিটি গঠন করা হয়।
সর্বসম্মতিক্রমে সংগঠনের আহ্বায়ক এম. সাইফ উল্ল্যাহ মানসুরকে প্রেসিডেন্ট ও সংগঠনের প্রতিষ্ঠাকলীন অন্যতম সদস্য ডা. মেসবাহ্ উদ্দনি তুহিনকে সেক্রেটারি নির্বাচন করা হয়। এছাড়া নির্বাচিত অন্যন্য কর্মকর্তারা হলেন-ভাইস প্রেসিডেন্ট ড. মো. কামাল উদ্দীন, জাহেদুল ইসলাম চৌধুরী, মো. আরশাদ ও আবু হাসনাত চৌধুরী এবং জয়েন্ট সেক্রেটারি আজম সাইফুল ইসলাম টুটুল, ট্রেজারার মো. সাইফুল ইসলাম, সমাজক কল্যাণ সম্পাাদক মোরশেদ আকতার চৌধুরী, প্রচার সম্পাদক শুভ ভৌমিক, মহিলা বিষয়ক সম্পাদক ডা. রাহফিদা সুলতানা (সোনিয়া)সহ ১১ জনের নাম ঘোষণা করা হয়। সভায় সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক যথাসম্ভব স্বল্প সময়ের মধ্যে গঠনতন্ত্র অনুযায়ী পূর্ণাঙ্গ কমিটি গঠন করে নেওয়ার জন্য নব-নির্বাচিত প্রেসিডেন্ট ও সেক্রেটারিকে দায়িত্ব অর্পণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।