সার্চ কমিটির মাধ্যমে শক্তিশালী ইসি গঠনের প্রত্যাশা আ. লীগের

| রবিবার , ৬ ফেব্রুয়ারি, ২০২২ at ৭:২৩ পূর্বাহ্ণ

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগে গঠিত সার্চ কমিটিকে স্বাগত জানিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। সার্চ কমিটির সুপারিশে গঠিত একটি শক্তিশালী নির্বাচন কমিশন (ইসি) সংবিধানের ধারাবাহিকতা রক্ষায় সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলের নেতারা। খবর বাংলানিউজের।
সার্চ কমিটি গঠনকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগের নেতারা বলেন, আইন অনুযায়ী যে সার্চ কমিটি হয়েছে দেশবাসী এটা দেখে আশান্বিত হয়েছেন। সংবিধান অনুযায়ী গঠিত এই সার্চ কমিটিকে সবাই মানতে বাধ্য। এই কমিটি নির্ধারিত সময়ে রাষ্ট্রপতির কাছে তাদের সুপারিশ করবেন। এর মাধ্যমে একটি শক্তিশালী ইসি গঠন হবে।
ইসি সংবিধান অনুযায়ী একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দেবে বলে তারা আশা করেছেন। এর মাধ্যমে রক্ষা হবে গণতান্ত্রিক ধারাবাহিকতাও। সেই লক্ষ্য নিয়েই ইসি কাজ করবে বলে আওয়ামী লীগের নেতারা জানান।
এ বিষয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেন, আইন অনুযায়ী ইসি গঠনের জন্য এই সার্চ কমিটি হয়েছে। এটা খুবই ইতিবাচক একটা পদক্ষেপ। রাষ্ট্রপতি দেশের অভিভাবক। তিনি এই কমিটির মাধ্যমে একটি শক্তিশালী ইসি গঠন করে দেবেন, যারা সংবিধান অনুযায়ী জাতিকে একটি সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে।
নৌপরিবহন প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ইসি গঠনের জন্য যে আইন হয়েছে এটা একটি ঐতিহাসিক বিষয়। শেখ হাসিনাই উদ্যোগ নিয়ে এই আইন করে দিলেন। এই আইন অনুযায়ী যে সার্চ কমিটি হয়েছে এটা দেখে দেশবাসী আশান্বিত হয়েছেন। এর ধারাবাহিকতায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের সুফল আমরা পাবো।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, এই সার্চ কমিটিকে আমরা স্বাগত জানাই। এটা সংবিধান অনুযায়ী হয়েছে, সবাই এটা মানতে বাধ্য। এই আইনটি জনগণের আশা আকাক্সক্ষা অনুযায়ী হয়েছে। আইন অনুযায়ী সার্চ কমিটি নির্ধারিত সময়ে রাষ্ট্রপতির কাছে তাদের সুপারিশ করবে। এর মাধ্যমে একটি শক্তিশালী ইসি গঠন হবে, যেটি গণতান্ত্রিক ধারাবাহিকতা ধরে রাখার জন্য কাজ করবে।

পূর্ববর্তী নিবন্ধসার্চ কমিটির কাজ শিগগির শুরু করব
পরবর্তী নিবন্ধরাঙামাটিতে পদ খোয়ালেন ৩১ আ. লীগ নেতা