সারা বছর বর্ষা

নুহা নেছার অন্নি | সোমবার , ২৭ জুন, ২০২২ at ৫:২৪ পূর্বাহ্ণ

বর্ষাকালে শহরে নালা এখন নদী হয়ে যায়
প্যান্ট শার্ট পরে মানুষ নৌকা চালায়।
সারা বছর বর্ষা থাকলে
আমি খুশি হব

বাস-ট্যাক্সি- রিক্সা উঠে গিয়ে
নৌকা শুধু চললে খুবই খুশী হব।
বর্ষা এলো বর্ষা এলো
এলো খুশির বারি

বর্ষা এলেই আমরা সবাই
খুশিতে যাই হারিয়ে
বর্ষা আবার দুঃখে ভাসায়
ভাসায় বাড়ি ঘর
জায়গা জমি ভেঙে নিয়ে
আমাদের করে পর।

পূর্ববর্তী নিবন্ধবর্ষাকথন
পরবর্তী নিবন্ধআমাদের কালের একজন গণনায়ক