বর্ষাকথন

নাহিদ সুলতানা | সোমবার , ২৭ জুন, ২০২২ at ৫:২৪ পূর্বাহ্ণ

মেঘবালিকা পড়ল ঝরে হাওয়ার তালে তালে
রাস্তাঘাটে পানির জোয়ার উঠল ভীষণ ফুলে
কাগজের ঐ নৌকাগুলো ভাসে উঠান জুড়ে
পাখিগুলো নীড়ের খোঁজে এদিক সেদিক ওড়ে

সবুজ পাতা জলের ছোঁয়ায় কচি ডগা মেলে
টিনের চালে ঝমঝমাঝম বরিষ ধারা খেলে
কেয়া কদম ভুবন জুড়ায় রূপের হাসি হেসে
ব্যাঙের ডাকে মাছের নাচন জলের স্রোতে ভাসে

কলাগাছের ভেলায় চড়ে
এ গাঁ- ও গাঁ ঘুরে
শাপলা শালুক কলমি লতা নিলাম কোঁচড় ভরে
ভরা পালে নৌকা চলে পূর্ণ নদীর বুকে

জেলে ভাইরা মাছ ধরে যায় জলতরঙ্গের বাঁকে
ঘন বর্ষা ভাসিয়ে নেয় গ্রামের পর গ্রাম
বানবাসীদের যন্ত্রণায় কাঁদে কালো আসমান
অতিবৃষ্টি বিঘ্‌ন ঘটায় নিত্যদিনের কাজে
দুর্বিষহ সময় কাটে সকাল-বিকাল সাঁঝে

কুলি মজুর শ্রমিক যত পায় না রুজির আশা
ফসলের মাঠ ভেসে গিয়ে নিঃস্ব হলো চাষা
বজ্রপাতের কবলে হায় মরে কত মানুষ
প্রতিবছর যাচ্ছে নিভে শত রঙের ফানুস।

পূর্ববর্তী নিবন্ধসৌর বিদ্যুৎ এর ব্যবহার বৃদ্ধি করুন
পরবর্তী নিবন্ধসারা বছর বর্ষা