সারা দেশে প্রথম আনোয়ারার তাজনীন

বঙ্গবন্ধু অলিম্পিয়াড অনলাইন গেম

আনোয়ারা প্রতিনিধি | শুক্রবার , ২৯ জুলাই, ২০২২ at ৪:৫০ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু অলিম্পিয়াড অনলাইন গেমে সারা দেশে প্রথম স্থান অর্জন করেছে আনোয়ারার তাজনীন মেহজাবীন চৌধুরী। মুজিব শতর্বষ উপলক্ষে আয়োজিত এই প্রতিযোগিতায় ৫৩৮৭৫ স্কোর করে তাজনীন বিজয়ী হয়েছেন। গত বুধবার আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটের হল রুমে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি তাজনীনের হাতে পুরস্কার তুলে দেন।
তাজনীন ডুমুরিয়া-রুদুরা সরকারি প্রাথমকি বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শাহীন আক্তার রুমার একমাত্র কন্যা। তার বাড়ি ডুমুরিয়া গ্রামে। সে আনোয়ারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। তাজনীনের এই অর্জনে তার গ্রাম ডুমুরিয়া ও বিদ্যালয়সহ পুরো আনোয়ারায় আনন্দের জোয়ার বইছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে অভিনন্দনের জোয়ার।
আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাছির উদ্দিন বলেন, তাজনীনের পুরস্কার লাভে আমরা অত্যন্ত আনন্দিত। সে ছোট বয়সে জাতীয় র্পযায়ে যেভাবে মেধার সাক্ষর রেখেছে তাতে আগামীতে আরো বড় বড় প্রতিযোগিতায় বিজয়ী হয়ে আনোয়ারাবাসীর মুখ উজ্জ্বল করবে।

পূর্ববর্তী নিবন্ধদুইটি অপারেশন থিয়েটার উদ্বোধন করলেন স্বাস্থ্যের ডিজি
পরবর্তী নিবন্ধস্বর্ণের দামে রেকর্ড, ভরিতে বাড়লো ২৭৪১ টাকা