সারা জীবনই হতাশার সঙ্গে যুদ্ধ

| বৃহস্পতিবার , ২৩ মার্চ, ২০২৩ at ৭:০০ পূর্বাহ্ণ

নিজের জীবন নিয়ে হতাশা আর বিষণ্নতার কথা জানালেন ব্রিটিশ সংগীত শিল্পী এড শিরান। গত বছর এসবিটিভি প্লাটফর্মের প্রতিষ্ঠাতা বন্ধু জামাল এডওয়ার্ডস ও অস্ট্রেলিয়ান কিংবদন্তী ক্রিকেটার শেন ওয়ার্নের মৃত্যু নাড়িয়ে দিয়েছে তাকে।

রোলিং স্টোন ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে শিরান বলেছেন, সারা জীবনই ‘হতাশার’ সঙ্গে তিনি যুদ্ধ করেছেন। গত বছর ওই দুই বন্ধুর মৃত্যুর পর সেই বিষণ্নতা আবারও ফিরে আসে; যে কারণে তার ‘বাঁচার ইচ্ছাই মরে যায়’। খবর বিডিনিউজের।

নিজের অবস্থাটা ব্যাখ্যা করে শিরান বলেন, যেন আপনি ঢেউয়ের নিচে ডুবে যাচ্ছেন। আপনি ঠিক এ রকম কিছুর মধ্যেই নিমজ্জিত রয়েছেন। আর এ থেকে আপনি বের হতে পারছেন না। তবে নিজের এই ভাবনাকে আবার ‘স্বার্থপর’ বলেও মনে করেন তিনি। কারণ, দুই মেয়ে ও স্ত্রী রয়েছে তার।

৩২ বছর বয়সী শিরানের কথায়, বিশেষ করে একজন বাবা হিসাবে, ওই ভাবনা নিয়ে সত্যিই বিব্রত বোধ করি। এই পরিস্থিতিতে কারও সাহায্য নেওয়ার উৎসাহ দেওয়ায় স্ত্রী চেরি সিবোর্নের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই সংগীত তারকা।

পূর্ববর্তী নিবন্ধসিসিইউতে ঊর্মিলা
পরবর্তী নিবন্ধপোর্ট্রেটের সাংস্কৃতিক উৎসব