সারাদেশে হাফ ভাড়া নিশ্চিতসহ ৯ দফা দাবি

সেতুমন্ত্রী বরাবর ডিসিকে শিক্ষার্থীদের স্মারকলিপি

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৩ ডিসেম্বর, ২০২১ at ৬:২১ পূর্বাহ্ণ

চট্টগ্রামসহ সারা দেশে সব ধরনের গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য শর্তহীন হাফ ভাড়া নিশ্চিতসহ ৯ দফা দাবিতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন চট্টগ্রামের শিক্ষার্থীরা। গতকাল বৃস্পতিবার দুপুরে চট্টগ্রামের জেলা প্রশাসক মো. মমিনুর রহমানের হাতে এ স্মারকলিপি তুলে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এর আগে নগরীর নিউমার্কেট মোড় থেকে মিছিল শুরু করে জেলা প্রশাসক কার্যালয়ে যান তারা। স্মারকলিপিতে উল্লেখিত ৯ দফা দাবিগুলো হলো- চট্টগ্রামমসহ সারা দেশে সব ধরনের গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য শর্তহীন হাফ ভাড়া নিশ্চিত করে প্রজ্ঞাপন জারি করা, গণপরিবহনে নারীর নিরাপত্তা নিশ্চিত করা, মানুষের চলাচলের জায়গায় ফুটপাত ও পদচারী সেতু নির্মাণ না করা, সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার করা, সড়ক দুর্ঘটনায় আহত যাত্রীদের যথাযথ ক্ষতিপূরণ প্রদান ইত্যাদি। উল্লেখ্য, গত দুই সপ্তাহ ধরে অর্ধেক ভাড়ার দাবিতে দেশজুড়ে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশনের যাত্রা শুরু
পরবর্তী নিবন্ধসিএমপি কমিশনারের কাছে তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের স্মারকলিপি