সারাই খরচ শুনে ডিনামাইটে টেসলা উড়িয়ে দিলেন মালিক

| মঙ্গলবার , ২৮ ডিসেম্বর, ২০২১ at ৯:০৮ পূর্বাহ্ণ

গ্যারাজে নিয়ে যাওয়ার পর যখন জানলেন, গাড়ির মেরামত বিল নতুন গাড়ির দামের প্রায় অর্ধেক হবে তখন মালিকের কী করার থাকে? মালিক কি মেরামত করাবেন? বিভিন্ন পার্টস আলাদা আলাদা বিক্রি করে দেবেন? না কি জাঙ্কইয়ার্ডে দিয়ে দেবেন?
টুওমোস কাতাইনেন এর কোনোটিই করেননি। তিনি যা করেছেন তা হয়তো অনেকেই বলবেন বাড়াবাড়ি। তবে তিনি মনে করছেন এতে তার মন শান্তি পেয়েছে। তিনি ডিনামাইট বিস্ফোরণে গাড়িটি ধ্বংস করে দিয়েছেন বলে জানিয়েছে প্রযুক্তি সাইট গিজমডো। খবর বিডিনিউজের।
কাতাইনেন তার ২০১৩ সালের টেসলা মডেল এস কে প্রমিজ্জাকাট নামের একটি দলের হাতে তুলে দেন। ইউটিউবে বিভিন্ন বিস্ফোরণের ভিডিও পোস্ট করা এই দলটি আদতেই প্রবল বিস্ফোরণে যে কোনো কিছু উড়িয়ে দেওয়ার বিষয়ে সিদ্ধহস্ত।

পূর্ববর্তী নিবন্ধডেসমন্ড টুটুর মৃত্যু বিশ্বজুড়ে শোকের ছায়া
পরবর্তী নিবন্ধভাইকে মাথায় চেপে ৫৩ সেকেন্ডে পার ১শ সিঁড়ি